ওয়েব সাইট এর নির্মাণ কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। শীঘ্রই আমরা এই ওয়েব সাইটের নির্মান কাজ সম্পন্ন করবো।।-------CC Camera House
Topbar Banner Topbar Banner Topbar Banner

Term Conditions Page

Terms and Conditions

১. ওয়ারেন্টি ও ফেরত নীতিমালা (Warranty & Return Policy)

  • ওয়ারেন্টিযুক্ত প্রোডাক্ট ফেরত বা পরিবর্তনের জন্য অবশ্যই মূল মেমো/বিল ও প্রোডাক্টের বক্স সহ আনতে হবে।

  • ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট বিক্রয়ের পর কোনো অবস্থাতেই ফেরত বা পরিবর্তন করা হবে না।

  • পুড়ে যাওয়া, ভেঙে যাওয়া বা সিরিয়াল নম্বর ঘষামাজা/অস্পষ্ট থাকলে প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।

  • ফেরত/পরিবর্তনের জন্য গ্রাহককে বিক্রয়ের তারিখ থেকে ২ কার্য দিবসের মধ্যে প্রোডাক্ট আমাদের কাছে জমা দিতে হবে। সময়সীমা অতিক্রান্ত হলে কোনো ফেরত বা পরিবর্তন গ্রহণ করা হবে না।

২. ডেলিভারি ও পরীক্ষণ (Delivery & Inspection)

  • গ্রাহককে ডেলিভারির সময়ই প্রোডাক্ট পরীক্ষা করে নিতে হবে। পরে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।

৩. প্রোডাক্টের দায়িত্ব (Product Liability)

  • ই-কমার্স সাইটে প্রদত্ত প্রোডাক্টের বিবরণ ও ছবি অনুযায়ী প্রোডাক্ট সরবরাহ করা হবে। তবে রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে।

  • প্রোডাক্টের ভুল ব্যবহার বা প্রাকৃতিক দুর্যোগে (যেমন: পানি/আগুনের ক্ষতি) কোনো দায়িত্ব আমরা বহন করব না।

৪. পেমেন্ট ও রিফান্ড (Payment & Refund)

  • অনলাইন পেমেন্টের ক্ষেত্রে রিফান্ড (যদি প্রযোজ্য হয়) গ্রাহকের অ্যাকাউন্টে ৭-১০ কার্য দিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।
  • ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডার বাতিল করলে প্রি-পেমেন্ট অ্যাডভান্স ফেরত দেওয়া হবে না।

৫. কাস্টমার সাপোর্ট (Customer Support)

  • যেকোনো জিজ্ঞাসা বা অভিযোগের জন্য ইমেইল/হটলাইনে যোগাযোগ করুন:
  • ইমেইল: cctvcamerajessore@gmail.com
  • ফোন: 01971668690


শর্ত পরিবর্তন (Policy Amendment)

প্রয়োজনবোধে আমরা এই শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন/পরিমার্জন করতে পারবো।

গ্রাহকের স্বীকৃতি (Customer Acknowledgment)

"প্রোডাক্ট অর্ডার করার মাধ্যমে গ্রাহক এই শর্তাবলী মেনে নিয়েছেন বলে বিবেচিত হবেন।"